টাঙ্গাইল প্রতিনিধি :
সম্প্রতি টাঙ্গাইল শহরের বেড়াডোমা এলাকায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ও একজন আহত হওয়ার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পৌরসভার ৪নং ওয়ার্ডের বেড়াডোমা চৌরাস্তায় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর নুরুল আমিন, সাবেক কাউন্সিলর জহুরুল ইসলাম আজাদ, এলাকাবাসী মো. শামীম আল মামুন, রুহুল আমিন তালুকদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সড়কে যাত্রী ও পথচারীদের নিরাপত্তা দিতে হবে। প্রত্যেকটি মোড়, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের সামনে স্পিডব্রেকার দিতে হবে। সড়কের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়ে প্রয়োজনে ফুটওভার ব্রিজ চাই, যানবাহনের বেপরোয়া গতির নিয়ন্ত্রণ চাই। স্থানীয় প্রশাসনের কাছে আমাদের দাবি আর যেন কেউ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত না হয়।
মানববন্ধনে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ গ্রহন করেন।