স্টাফ রিপোর্টার :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- ইসলামের সঠিক অনুসরণের মাঝে রয়েছে শান্তি ও নিরাপত্তার নিশ্চয়তা। ইসলামের পরিপূর্ণ বিধান পালন করলে স্রষ্টা ও সৃষ্টির মাঝে গভীর সম্পর্ক স্থাপিত হবে, সৃষ্টিকুলের প্রতি ভালোবাসা, স্নেহ-মমতা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সদ্ভাবের সৃষ্টি হবে। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বিস্তারে ইসলাম ধর্মে যতটুকু তাকীদ তথা গুরুত্ব দেওয়া হয়েছে তার নজির অন্য ধর্মে নেই। ইসলামে রঙ, বর্ণ, ধর্ম, বংশ, অঞ্চল, সামাজিক মর্যাদা কিংবা বিত্ত-বৈভবের ভেদাভেদ বিবেচ্য নয়। কারণ ইসলামের দৃষ্টিতে সব মানুষ সমান।
পীর ছাহেব কেবলা আরও বলেন- তাকওয়া ও পরহেজগারী ব্যতীত একের ওপরে অপরের কোনো মর্যাদা ও ফজিলত নেই। উম্মতে মুহাম্মাদিকে পবিত্র কোরআন শরিফে সর্বকালের সর্বোৎকৃষ্ট উম্মত বা দল হিসেবে ঘোষণা দিয়ে তাদের মিশন এবং তারা কী কারণে শ্রেষ্ঠ, তার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আর তা হলো তারা মানুষের কল্যাণে কাজ করবে, সমগ্র মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান করবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে সহায়তা করবে। এছাড়াও মুসলমানদের নিজেদের মধ্যকার সকল বৈরিতা, শত্রুতা, হিংসা-বিদ্বেষ ও দ্বন্দ দূর করে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখবে, তদ্রƒপ অন্যান্য ধর্ম ও জাতির লোকদের সঙ্গেও সৌহার্দ্য ও সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবে। এতে করে ইসলামের এহেন অনুপম আদর্শ বাস্তবায়িত হলে সমাজে শান্তি ফিরে আসবে।
গতকাল বাদ মাগরীব ঠাকুরগাঁও জেলাধীন রুহিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গনে আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ- নেছারিয়া দ্বীনিয়ার প্রধান মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনা করেন।