স্টাফ রিপোর্টার :
গত ১ নভেম্বর রোজ শুক্রবার ছারছীনা দরবার শরীফের গদ্দিনশীন পীর ছাহেবের যশোরের চৌগাছায় শুভাগমন করেন। এ উপলক্ষ্যে চৌগাছা সরকারি শাহাদাত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
চৌগাছা দারুচ্ছন্নাত খানকায় ছালেহিয়া কমপ্লেক্সের উদ্যোগে ও বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহ চৌগাছা উপজেলা শাখার আয়োজনে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ছারছীনা শরীফের গদ্দিনশীন পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আমীরে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ।
এছাড়াও হযরত পীর সাহেব হুজুরের সফরসঙ্গী বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করেন।