স্টাফ রিপোর্টার :
গত ২ নভেম্বর রোজ শনিবার ছারছীনা দরবার শরীফের গদ্দিনশীন পীর ছাহেব কেবলা নীলফামারীর সৈয়দপুর সৈয়দপুরের ঢেলাপীর পুলপাড়ায় শুভাগমন করেন। এ উপলক্ষ্যে খানকায় ছালেহিয়া কমপ্লেক্স ও দারুচ্ছুন্নাত মুহেব্বীয়া দীনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ, আমীরে শরীয়ত, আমীরে তরিকত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এর ঈছালে ছাওয়াব ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ছারছীনা শরীফের গদ্দিনশীন পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আমীরে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ।
এছাড়াও হযরত পীর সাহেব হুজুরের সফরসঙ্গী বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ নসিহত করেন।