ছারছীনা সংবাদদাতা :
আজ ঢাকার মহাখালিস্থ ঐতিহ্যবাহী মসজিদে গাউসুল আজমে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুত্ববুল আলম শাহ্ সূফী আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, ইউনাইটেড ঢাকা শাখা কর্র্তৃক আয়োজিত উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের গদ্দিনসীন পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। এছাড়াও পীর ছাহেব হুজুরের সফরসঙ্গী ওলামায়ে কেরামগণ ওয়াজ নসীহত করিবেন।
উক্ত মাহফিলে পীর ভাই-মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমান ভাইদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ইউনাইটেড ঢাকার সভাপতি আলহাজ্ব মোঃ ইসমাঈল মিঞা।