চট্টগ্রাম থেকে সালাহউদ্দীন আইয়ুবী :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের দলভুক্ত। এই দল ও পথকে শরীয়তের পরিভাষায় সিরাতুল মুস্তাকিমও বলা হয়। এই পথের অনুসারীদেরকে বলা হয় সূন্নী মুসলমান। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারীদের প্রকৃত পরিচয় হলো- মহান আল্লাহ তায়ালার প্রতি পরিপূর্ণ বিশ্বাস, নবী করীম (সাঃ), আহলে বাইত, সাহাবায়ে কেরাম, তাবেয়ীন, তাবে তাবেয়ীন, আউলিয়ায় কেরামগণের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করা, নবী প্রেম ও তাঁর আদর্শ সমাজে বাস্তবায়ন করা। সুন্নাতের উপর আমল করা, সত্যিকারভাবে আম্বিয়ায় কেরাম ও আউলিয়ায় কিরামের প্রতি ভক্তি-শ্রদ্ধা ও ভালবাসা রাখা।
পীর ছাহেব কেবলা আরও বলেন- বর্তমানে একদল লোক আছে যারা ইসলামী লেবাসধারী নানা ভ্রান্তদলে প্রবেশ করে নিজেদেরকে সুন্নী বলে দাবি করছে। অথচ তাদের আমল, আখলাক, আদর্শ, আক্বীদার মধ্যে সঠিক নয়। তারা খারেজী, নজদী, ওহাবী, আহলে হাদীস, মওদুদী, শিয়া ইত্যাদি দলের সাথে সাদৃশ্য রাখে অথচ তারা দাবী বরে সুন্নী মুসলমান। আসলে সুন্নী মুখে বললেই সুন্নী হওয়া যায় না, সুন্নী হতে হবে আমলের মাধ্যমে।
গতকাল শুক্রবার বাদ মাগরীব চট্রগ্রামের প্রানকেন্দ্র দামপাড়া সংলগ্ন জমিয়াতুল ফালাহ মসজিদে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলের প্রধান মেহমানের আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব, চট্চগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রফিকুদ্দিন, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ, মাওলানা আবু রাফে প্রমূখ।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও এলাকার মুর্দেগানের জন্য মুনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হয়।