বাইতুল মোকাররম থেকে আবু জাফর মহিউদ্দিন :
ছারছীনা দরবার শরীফের অরাজনৈতিক দ্বীনি সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ঢাকা মহানগরীর উদ্যোগে সকাল ৯ টায় আনন্দ মিছিল করা হয়। এসময় আনন্দ মিছিলের অগ্রভাগে ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর শিক্ষা ও সাংষ্কৃতিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা পূর্ব জোনের সহ-সভাপতি মাওলানা মোঃ আবু বকর, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুনির হোসাইন, উত্তর জোনের সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন টিটু, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা শামসুল আলম মোহেব্বী, ঢাকা মহানগর ছাত্র হিযবুল্লাহর সভাপতি মাওলানা মোঃ রায়হান প্রমূখ।
আনন্দ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, প্রেসক্লাব, জাতীয় ঈদগাহ, সচিবালয়, জিরো পয়েন্ট হয়ে পুনরায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এসে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে বক্তারা রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) পালন করার প্রতি উৎসাহিত করার জন্য সরকারকে স্বাগত জানান।