পটুয়াখালী থেকে মোঃ সোহেল মাহমুদ :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদের মহান আল্লাহ তায়ালা এই পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র তাঁর ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী হবে নেক আমলের মাধ্যমে। আর এই আমলের ওপর আখিরাতের প্রতিদান নির্ধারিত হয়। তাই আমল হতে হবে একনিষ্ঠভাবে ও লৌকিকতামুক্ত। লৌকিকতাপূর্ণ আমল মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নেক আমল পরকালীন জীবনের মূলধন ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের বড় মাধ্যম। অপরদিকে আখিরাতে শান্তি ও সফলতা লাভে বান্দার আমলের বিকল্প নেই। কিন্তু জীবন চলার পথে নিজের ইচ্ছা ও অনিচ্ছায় কিছু বদ আমল সংঘটিত হয়, যা খাঁটি ও কবুল হওয়া আমলগুলো নষ্ট করে দেয়।
পীর ছাহেব কেবলা আরও বলেন- বর্তমানে আমাদেরকে আমল থেকে দূরে রাখতে আলেম মুখোশধারী কিছু লোক ঘুর ঘুর করছে। তারা বিভিন্ন আমলকে বিদয়াত অপবাদ দিয়ে নিরুৎসাহিত করছে। মূলত তাদের মূল লক্ষ্য হল আমলের মধ্যেও ডিজিটাল হওয়া। আমাদের আমল বিনষ্টকারী এই সব আলেম থেকেসাবধানতা অবলম্বন করতে হবে এবং আমলের ক্ষেত্রে কোন ডিজিটাল হওয়া যাবে না।
গত সোমবার বাদ মাগরীব পটুয়াখালী জেলা শহরের প্রানকেন্দ্র বড় চৌরাস্তা সংলগ্ন খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্স ময়দানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সঃ) উদযাপন ও ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলের প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়্যেব প্রমূখ।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ও এলাকার মুর্দেগানের জন্য মুনাজাত পরিচালনার মাধ্যমে মাহফিল শেষ হয়।