মোঃ নেছার উদ্দীন :
ঢাকার পার্ম্ববর্তীে এলাকা কেরাণীগঞ্জের খেজুরবাগস্থ দ্বীনিয়া মদ্রাসায় ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)-১৪৪৬ উদযাপিত হয়েছে।
১২ দিন ব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভা, কিয়ামুল লাইল, কেরাত, হামদ ও নাতে রাসূল (সা:), কবিতা, বিভিন্ন ভাষায় বক্তৃতা এবং আল আসমাউল হুসনা প্রতিযোগিতায় ছাত্রগণ অংশগ্রহণ করে ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা জেলা দক্ষিণ এর সম্মানিত সহকারী তালিম ও তরিকত সম্পাদক আলহাজ্ব মাওঃ মুহাঃ মুনিরুজ্জামান, বাংলাদেশ যুব হিযবুল্লাহ্ ঢাকা দক্ষিণ জোনের সম্মানিত সভাপতি আলহাজ্ব মাওলানা মাওঃ শাহ জাহান সহ অন্যান্য ওলামায় কেরাম ও মাদরাসার আসাতেজায়ে কেরামগন ।