স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর উদ্যোগে গতকাল বাদ মাগরীব বাংলাবাজারস্থ খানকায়ে নেছারিয়ায় তা’লিমী জলসা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।
অন্যানের মধ্যে আলোচনা করেন ছারছিনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দিনীয়ার মুফতী মাওলানা হায়দার হুসাইন, মাওলানা রায়হান সিদ্দিকী প্রমূখ।