স্টাফ রিপোর্টার :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) বলেছেন- আপনারা নিজ নিজ আক্বীদাকে ঠিক রাখবেন। আক্বীদা যেন নড়বড়ে না হয়। বর্তমানে ফেতনা ফাসাদের যুগে সঠিক আক্বীদার উপর মজবুত থাকা খুবই কঠিন হয়ে পড়েছে। তাই আমল যত বেশি বেশি করবেন আক্বীদা তত মজবুত হবে। আমল যত কম করবেন আক্বীদা তত নড়বড়ে হয়ে যাবে।
গতকাল ছারছীনা দরবার শরিফের তিনদিনব্যাপী ১৩৪ তম বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিলের ২য় দিন বাদ মাগরীব তা’লীম প্রদান শেষে সংক্ষিপ্ত নসীহত প্রদান করতে গিয়ে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
সন্ধ্যা নদীর তীরে অবস্থিত দরবার শরিফের বিশাল ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাহফিলের ময়দান ইতোমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে।
মাহফিলে ইসলামের মৌলিক বিষয়াবলীর ওপর দলিলভিত্তিক আলোচনা পেশ করেন যথাক্রমে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার ছোট ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, ছারছীনা আলিয়া মাদ্রসার সাবেক অধ্যক্ষ ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, মুফতী মাওলানা হায়দার হোসাইন, মুহাদ্দিস মাওলানা সিরাজুম মুনির তাওহিদ, মাওলানা শামসুল আলম মোহেব্বী প্রমুখ ওলামায়ে কেরাম।
মাহফিলের প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরিব জিকির-আজকার এবং তাসাউফের ওপর গুরুত্বপূর্ণ বয়ান ও আজ বাদ জোহর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করবেন ছারছীনা শরিফের পীর সাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)।