পটুয়াখালী প্রতিনিধি :
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য নাজনীন নাহার রশীদ ( লাইজু) এমপি’র পটুয়াখালীতে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১১ মার্চ) বিকাল সাড়ে ৪ টায় জেলা আওয়ানীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর এর সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজনীন নাহার লাইজু এমপিকে ফুল দিয়ে সংবর্ধিত করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, পৌরসভার নবনির্বাচিত মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, সহ- সভাপতি আহসান মিয়া, কাজী রুহুল আমিন ও সৈয়দ বাবর, দপ্তর সম্পাদক এ্যাডভোকেট হারুন অর রশীদ, অর্থ বিষয়ক সম্পাদক গাজী হাফিজুর রহমান সবির, শিক্ষা বিষয়ক সম্পাদক একেএম কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস ছালাম, কৃষি বিষয়ক সম্পাদক কেএম খায়রুল আহসান খায়ের, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স্বপন ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক এয়াডভোকেট উজ্জ্বল বসু, জেলা কৃষক লীগের সভাপতি গাজী আলী হোসেন, সাধারন সম্পাদক সরদার সোহরাব হোসেন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি এ্যাড. মো. শাহীন মিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকিসহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলালীগ,স্বেচ্ছাসেবক লীগের বিপুল সংখ্যক নেতা- কর্মী সমর্থক।এর আগে এমপি নাজনীন নাহার লাইজু মুসলিম গোড়স্থানে তার মরহুম পিতা সাবেক জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ হাবিবুর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি বাবার কথা মনেকরে কান্নায় আবেগ আপ্লুত হয়ে পড়েন।