মোঃ আল আমিন তালুকদার,কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে ২৩ জানুয়ারী(মঙ্গলবার) “৫২” তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনুর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর -২ আসনের সাংসদ জনাব মোঃ মহিউদ্দিন মহারাজ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সজল মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মনিরুজ্জামান তালুকদার পল্টন, কাউখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও লাইকুজ্জামান মিন্টু, জনাব বাবলু জমাদ্দার,সাবেক সদর চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম ছোট্ট,উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীরা বর্তমানে মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে। তাদেরকে এর হাত থেকে এবং মাদকাশক্তির হাত থেকে রক্ষা করতে বেশি করে খেলাধূলায় সম্পৃক্ত রাখতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সজল মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালন করেন আমরাজুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার দাস।