প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৩, ২:৪৯ পি.এম
বরিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে মহিলা আ’লীগের শুভেচ্ছা মিছিল
পটুয়াখালী প্রতিনিধিঃ
আগামী ২৯ ডিসেম্বর বরিশালে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা। ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পটুয়াখালীতে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সংসদ সদস্য কাজী কানিজ সুলতা এর নেতৃত্বে এক শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে৷
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় লঞ্চঘাট চত্বরে গিয়ে মিছিল শেষ হয়।
সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সমাপনী বক্তব্য রখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন।
এদিকে প্রায় ৬ বছর পর প্রধানমন্ত্রীর বরিশাল সফর উপলক্ষে বরিশালে চলছে সরব প্রস্তুতি। প্রধানমন্ত্রীর বরিশাল সফরে এসে বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী ভাষণ দেবেন। সাধারণ মানুষ তাঁকে বরণ করতে অপেক্ষায় রয়েছেন।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী সর্বশেষ বরিশাল সফর করেছেন ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি। ওই দিন তিনি বরিশাল ও পটুয়াখালীর সীমান্ত পায়রা নদীর লেবুখালী পয়েন্টে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট উদ্বোধন করেছিলেন।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.