রাজশাহী প্রতিবেদক :
টানা দ্বিতীয়বার রাজশাহী সিটি করপোরেশনের (আরসিসি) মেয়র নির্বাচিত হলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
আজ বুধবার ভোট গণনা শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খায়রুজ্জামান ১ লাখ ৫০ হাজার ২৯০ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুর্শিদ আলম পেয়েছেন ১৩ হাজার ৪৮৩ ভোট।
এছাড়া জাকের পার্টির লতিফ আনোয়ার হোসেন পেয়েছেন ১১ হাজার ৭১৩ ভোট। জাতীয় পার্টির সাইফুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ২৭২ ভোট। ভোট পড়েছে ৫৬ দশমিক ২০ শতাংশ ।