স্টাফ রিপোর্টার :
ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদ্বয়ের ঈছালে ছাওয়াব ও বার্ষিক মাহফিলের শেষদিন আখেরী মুনাজাতে অংশগ্রহণ করতে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন বলেন- আমাদের এই বাংলাদেশ অলী আওলিয়াদের দেশ। বিশেষ করে আমাদের পূর্ব পুরুষগণ এই ছারছীনা দরবার শরীফের সাথে সম্পৃক্ত ছিলেন এবং তাদের ধারাবাহিকতায় আমিও আসি। এ দরবারে আসলে অন্তরের খোরাক পাওয়া যায়। মানুষ আল্লাহ ওয়ালা হতে পারে। যার কারণে সময় পেলেই আমি এখানে এসে নিজেকে ধন্য মনে করি।