স্টাফ রিপোর্টার :
ছারছীনা দরবার শরীফের পক্ষ থেকে সম্প্রতি তুরস্কে ভয়াবহ ভূমীকম্প কবলিতদের জন্য ত্রাণ (কম্বল ও জ্যাকেট) পাঠানো হয়েছে।
রবিবার বিকেল ৪টার সময় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর ও হেমায়েতে ইসলাম মিশনের প্রেসিডেন্ট ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.) এর পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ’র সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন ও নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (TiKA)-এর তুরস্কের প্রতিনিধির নিকট হস্তান্তর করেন। এসময় তারা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নিকট সমবেদন জানাইয়া ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলার একটি পত্র প্রেরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মোঃ সৈয়দ জাকির হোসেন টিটু, মোঃ নাছির উদ্দিন নাছিম, হাফেজ মোঃ জাকারিয়া, মাওঃ মোঃ ছাইদুর রহমান, শাহ মোহাম্মদ প্রমূখ।