প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৮:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৩, ৬:৩৪ পি.এম
নেছারাবাদের জগন্নাথকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :
নেছারাবাদের জগন্নাথকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ২৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮-ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে নেছারাবাদ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাপশ পাল, ওসি আবির মোহাম্মদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আল আমিন পারভেজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হযরত আলী হিরু, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মো. ফজলে তোহা স্বপন, ইউপি সদস্য মো. রুবেল ও মাকসুদা বেগম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারেফ হোসেন সিকদার।
পরে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শহিদুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক শিক্ষক মো. মাহাবুব হোসেনের পরিচালনায় বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী ক্রীড়া ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগীতায় অংশ নেয়।
Copyright © 2025 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.