প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৩:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৩, ৭:২৮ পি.এম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন বা বলেন, সেটা তিনি বাস্তবায়ন করেন -ইকবাল সোবাহান চৌধুরী
পটুয়াখালী প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন বা বলেন তিনি সেটা বাস্তবায়ন করেন এবং করেছেন। এ প্রসঙ্গ ইকবাল সোবাহান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন তিনি তা করেছেন, পদ্মা সেতু করবেন তা তিনি চ্যালেঞ্জ নিয়ে করেছেন,যার সুফল দেশের মানুষ ভোগ করছেন। সম্প্রতি বাংলাদেশ আওয়ামীলীগের কাউন্সিলে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষনা করেছেন, বঙ্গবন্ধুর কন্যা তা বাস্তবায়ন করবেন বলে তার ( ইকবাল সোবাহান চৌধুরী) বিশ্বাস।
তিনি গতকাল ১৬ জানুয়ারী সোমবার রাঙাবালী সফর শেষে ঢাকা যাওয়ার পথে বিকাল ৪ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯৬ সালে ক্ষমতায় এসে মিডিয়ার স্বাধীনতা দিয়েছেন, বর্তমানে দেশে ৪০ টি টিভি সংবাদ প্রকাশ করছে, আরও কয়েকটি প্রকাশের পথে আছে। পত্রিকার বিস্তৃতি ঘটেছ। সাংবাদিকতা একটি মহৎ ও মর্যাদার পেশা। এ পেশা র মর্যাদা রক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে। হলুদ সাংবাদিকতা বর্জন করে আমাদের সবাইকে দেশের উন্নয়নে ও মানুষের কল্যানে কাজ করতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।
পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জীর সভাপতিত্ব ও সাবেজ সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের উপস্থাপনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আনন্দ বাজার পত্রিকার সম্পাদক মুফদি আহমেদ, সাংবাদিক নেতা কিশোর সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাস, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারন সম্পাদক মুফতী সালাউদ্দিনসহ সাংবাদিকবৃন্দ।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.