কুমিল্লা থেকে মুহাঃ জাবেদুল হক :
কুমিল্লা মোস্তফাপুর মাদ্রাসায় তিনদিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলের দ্বিতীয় দিন ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) বাদ মাগরিব তালীমের পর ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা. জি. আ.) ১৯ জন হাফেজ ছাত্রকে উপস্থিত হাজারো মানুষের সামনে পাগড়ি প্রদান করেন।
প্রতি বছরের ন্যায় ২০২২ সালেও কুমিল্লা মোস্তফাপুর খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্স মাদ্রাসা থেকে ১৯ জন ছাত্র কোরআনে হাফেজ হয়েছে।
উল্লেখ্য মোস্তফাপুর মাদ্রাসাটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে ১ কি.মি পূর্বে দিকে ২২নং ওয়ার্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত।
মাহফিলে পাগড়ি প্রদানের সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ও হযরত পীর ছাহেব কেবলার মেঝ জামাতা হাফেজ ড. মোহাম্মদ রুহুল আমীন সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরামগন।
মোস্তফা পুর মাদ্রাসাটি ছারছীনা দরবার শরীফ দ্বারা পরিচালিত। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ছারছীনা দরবার শরীফের হযরত পীর ছাহেব কেবলা আমীরে হিযবুল্লাহ, মুজাদ্দিদে জামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ)।