পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর প্রখ্যাত বিজ্ঞান শিক্ষাবিদ বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব আধ্যাতিক সাধক পটুয়াখালী সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজের জন্মকালিন রসায়ন বিভাগের প্রদর্শন শিক্ষক ও ছারছীনা দরবার শরিফের খাদেম মরহুম মাওলানা শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ (রহঃ)-এর এজাজাত প্রাপ্ত তালিমদাতা ও বর্তমান হযরত পীর আল্লামা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)-এর মুরিদ মরহুম খন্দকার মঞ্জুর আহসান (রহঃ)-এর প্রথম ইন্তেকাল বার্ষিকী আগামী ১৭ই জানুয়ারী ২০২৩ খৃষ্টাব্দ।
শিক্ষাবিদ খন্দকার মঞ্জুর আহসান ১৯৪০ খৃষ্টাব্দের ২১ শে মার্চ পটুয়াখালী জেলার দুমকী উপজেলার শ্রীরামপুর গ্রামের এক সমভ্রান্ত মুসলিম পীর পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫৫ খৃষ্টাব্দে গোল্ড মেডেল পেয়ে কৃতিত্বের সাথে Matriculation, বরিশাল ব্রজোমোহন (বি. এম) কলেজ থেকে ১৯৫৮ খৃষ্টাব্দে বিজ্ঞান বিভাগে Second Division পেয়ে Intermediate এবং ঐ একই কলেজ থেকে Bacelor of scionce Degree অর্জন করেন। ছাত্র জীবন শেষ করে খুব অল্প সময়ের মধ্যে তিনি ১৯৬১ খৃষ্টাব্দে পটুয়াখালী সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজের রসায়ন বিভাগের প্রদর্শন শিক্ষক হিসেবে যোগদান করে কলেজটির প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে একই প্রতিষ্ঠানে একই বিভাগে অত্যন্ত দক্ষতার সাথে শিক্ষকতা গবেষনাগারে ব্যবহারিক ক্লাশের নৈপুণ্যতা প্রদর্শন করে সুদীর্ঘ ৫৭ বছর নিরলস অক্লান্ত পরিশ্রম ও সাধনা করে রসায়ন বিভাগ সহ বিজ্ঞান অনুষদে পদার্থ বিদ্যা ও গনিত শাস্রের তাত্ত্বিক ক্লাস গুলো পরিচালনা করেছন। তিনি যে শুধু একজন বিজ্ঞান শিক্ষাগুরু ছিলেন তাই নয়। তিনি ছিলেন একাধারে একজন বিজ্ঞানী এবং আধ্যাতিক সাধক।
প্রকাশ থাকে যে তার উর্ধতন ষষ্ঠ পূর্ব পুরুষ পীর সাইয়েদ খন্দকার মাহফুজ উদ্দিন( রহঃ) ইরাকের বাগদাদ নগরী থেকে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন কোন এক সময় তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার ভাংঙ্গা উপজেলার জান্দিনওয়া পাড়া গ্রামে বসতি স্থাপন করেন।সেখান থেকে তার ছেলে পীর খন্দকার ইব্রাহিম (রহঃ) বৈবাহিক সুত্রে পটুয়াখালী জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের খন্দকার বাড়িতে বসবাস শুরু করেন। মরহুম খন্দকার মঞ্জুর আহসান (রহঃ) যেহেতু একটি সমভ্রান্ত মুসলিম পীর পরিবারে সন্তান তাই তিনি ছোট বেলা থেকেই অত্যন্ত ধার্মিক ও খোদাভিরু ছিলেন ।
তার প্রথম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আগামী ২১ শে জানুয়ারী ২০২৩ খৃষ্টাব্দ রোজ শনিবার মরহুমের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকী উপজেলার শ্রীরামপুর খন্দকার বাড়িতে পরিবারের পক্ষ থেকে এক ঈছালে ছাওয়াব তালিমী জলছা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুম খন্দকার স্যারের রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনায় শুভাকাঙ্ক্ষী, আত্নীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, ছাত্র, পীর ভাই মোহেব্বিন সহ সকল দ্বীনদার মুসলিম ভাই বোনদেরকে মরহুমের ছোট ছেলে খন্দকার মুহাম্মদ ত্বহা উক্ত বিশেষ দোয়ায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।