আমতলী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী বাজারের সরকারী খাস জমি দখল করে ঘর নির্মাণের ৪ ঘন্টার মাথায় গুড়িয়ে দিল প্রশাসন।
আমতলী উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ৩টার দিকে গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী বাজারের নিকট অবস্থিত গুলিশাখালী ইউনিয়ন ভূমি অফিসের সরকারী জমি দখল করে স্থানীয় সেরাজ পঞ্চায়েত নামে এক ব্যক্তি ঘর তুলে দখল করেন। সরকারী জমি দখল করে ঘর নির্মাণের খবর পেয়ে ওই দিন সন্ধ্যা ৭ টার সময় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম সরকারী জমি অবৈধ দখলমুক্ত করতে সেরাজ পঞ্চায়েতের নির্মাণাধীন ঘর ৪ ঘন্টার মধ্যে উচ্ছেদ করে গুড়িয়ে দেন। সরকারী জমি দখলমুক্ত করে সেখানে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।
আমতলী উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ সেলিম হাওলাদার জানান, সরকারী জমি দখল করে ঘর নির্মাণের খবর ইউএনও স্যারকে জানালে তিনি রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সরকারী জমি দখলমুক্ত করেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সরকারী জমি দখল করে ঘর নির্মাণের খবর পেয়ে জমি উদ্ধার করে দখলমুক্ত করেছি। সরকারী জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।