1. shahalom.socio@gmail.com : admin :
  2. ittehadnews24@gmail.com : Ittehad News24 : ইত্তেহাদ নিউজ২৪
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অবশেষে ভেঙে ফেলা হচ্ছে বরিশালে মহাসড়ক দখল করে নির্মিত পার্কটি সংরক্ষিত আসন মানি না, সরাসরি নির্বাচন করবেন নারীরা : ফয়জুল করীম ফ্যাসিষ্ট সরকার ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে : ডা. শফিকুর রহমান প্রকৃতি রক্ষায় পরিবেশকেন্দ্রিক দর্শন অনুসরণের আহ্বান পরিবেশ উপদেষ্টার সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা ইখলাছ ছাড়া কোন আমল গ্রহণযোগ্য হয় না -ছারছীনার পীর ছাহেব। ফ্যাসিবাদ পুনর্বাসিত হলে বিএনপি-জামায়াতকে জনগণ ক্ষমা করবে না : মামুনুল হক পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন ক্লাবের উদ্যোগে কম্বল বিতরন যুলমকারী কেউ যেন আমাদের মাথার উপর না বসে -আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মহিউসসুন্নাহ বৃত্তি বোর্ড কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ এর বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
শিরোনাম
সংরক্ষিত আসন মানি না, সরাসরি নির্বাচন করবেন নারীরা : ফয়জুল করীম ফ্যাসিষ্ট সরকার ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে : ডা. শফিকুর রহমান প্রকৃতি রক্ষায় পরিবেশকেন্দ্রিক দর্শন অনুসরণের আহ্বান পরিবেশ উপদেষ্টার সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই : প্রধান উপদেষ্টা পুলিশের স্বচ্ছতা ও সৃজনশীল প্রতিভার ওপর আস্থা রাখতে চায় জনগণ : আইজিপি পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক : স্বরাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়া এখন ‘অনেকটা বেটার’ : মির্জা ফখরুল কারেন্ট জাল নিয়ন্ত্রণে শুধু শাস্তি দিয়ে সমস্যা সমাধান হবে না : মৎস্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে চার সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর

যে তরিকায় আদব নেই ওটা ভন্ডামি ছাড়া আর কিছুই নয় -ছারছীনার পীর ছাহেব।

  • আপডেট করা হয়েছে শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

আমীরে হিজবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা (মা.জি.আ) বলেছেন- আমরা সর্বদা তাওয়াক্কুল তথা সর্বশক্তিমান আল্লাহ তায়ালার ওপর নির্ভর, নিজেকে সোপর্দ করে, ও সমর্পণ করি। কেননা মানুষের চলমান জীবনে পদে পদে বিপদ-আপদ, সমস্যা, সংকট, দুর্যোগ, অভাব, প্রাকৃতিক বিপর্যয়, বিবিধ রোগব্যাধি হয়ে থাকতে পারে। সেই মূহুর্তে নৈরাশ হওয়া কোন মুমিন মুসলমানদের কাজ নয়। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন- অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ো না। এ জন্যই সর্ববস্থায় মহান আল্লাহ পাকের দরবারে রহমত কামনা করতে হবে।
শুধু তাওয়াক্কুল করে বসে থাকলে হবে না পাশাপাশি কাজ করার প্রতিও ইসলামে তাগিদ দেওয়া হয়েছে। যেমন- বাঘ এসে পড়েছে, তখন তার কবল থেকে আত্মরক্ষার চেষ্টা না করা, রোগবালাই হলে চিকিৎসা পরিহার করা, রুটি বানিয়ে মুখে না দিয়ে বসে থাকা এবং মনে মনে ধারণা করা বা রুটিখানা আপনা আপনি মুখে ঢুকে যাবে। এটা অহেতুক ভাবনা বা চিন্তাধারা। আল্লাহ দুনিয়ার চলমান জীবনে বিভিন্ন কাজ সমাধার জন্য কিছু অগণিত নিয়মনীতি তৈরি করে দিয়েছেন। যা পরিহার করা আদৌ উচিত নয়, তা অবলম্বন করেই তাওয়াক্কুল করতে হবে। এই উপমহাদেশে নবী-রাসূল, সাহাবায়ে কেরামগণ আমাদের মাঝে আসেনি কিন্তু তাদের পদাঙ্ক অনুসরণকারী যুগে যুগে হক্কানী আওলিয়ায়ে কেরামগণ এসেছেন সরলমনা মানুষদেরকে ইসলামের সঠিক পথ ও মত দেখিয়ে দেওয়ার জন্য। যাতে করে তারা সেই পথ ও মতে চলতে পারে এবং তার বাস্তবায়ন করতে পারে। হক্কানী ওলীগণ মানুষকে আল্লাহওয়ালা হওয়ার ত্বরিকা তথা পথ দেখিয়ে দেয়। ত্বরীকা মানুষকে আদব ওয়ালা বানায়, তবে যে তরিকায় আদব নেই ওটা ভন্ডামি ছাড়া আর কিছুই নয়।
গতকাল বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে গীর্জা মহল্লার এ. কে. স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলনে হযরত পীর ছাহেব কেবলা প্রধান অতিথির আলোচনায় একথা বলেন।
মাহফিলে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর ও হযরত পীর চাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, নায়েবে আমীর ও জামে এবাদুল্লাহ মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, হযরত পীর ছাহেব কেবলার ছোট ছাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ সহ পীর ছাহেব হুজুর কেবলার সফরসঙ্গী বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ওয়াজ নসীহত করেন।
মাহফিলে স্থানীয় বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়াকর্মী, সহ বরিশালের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Categories