পটুয়িাখালী প্রতিনিধি :
পটুয়াখালী জেলার পৌর শহরে মানবতার যাত্রার উদ্যোগে ও মানবিক পৃথিবী ফাউন্ডেশন পটুয়াখালীর সার্বিক ব্যবস্থাপনায় আজ শনিবার সন্ধায় পৌরসভা নিয়ন্ত্রিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দান প্রাঙ্গনে গরিব অসহায় হতদরিদ্র অটো, ভ্যান ও রিক্সা চালকদের মাঝে শীত বস্র হিসেবে মাংকি টুপি (কান টুপি) বিতরণ করা হয়েছে।
ধনী ব্যক্তিবর্গদের এ মানবিক খেদমতে অংশ গ্রহন করার উদাত্ত আহ্বান জানিয়ে পটুয়াখালীর টিম লিডার খন্দকার মুহাম্মদ ত্বহা বলেন- দেশের সব জেলাতে শীত জেঁকে বসেছে। বিশেষ করে অটো ভ্যান রিক্সা চালক ও দিন মজুরি খেটে যারা জীবিকা নির্বাহ করছেন সে সকল মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।হিমেল ঠান্ডা বায়ু প্রবাহের দরুন দুর্বিষহ হয়ে পড়েছে তাদের রুজি রোজগার করার একমাত্র মাধ্যম অটো, ভ্যান অথবা রিকশা চালানো। খুব অসহায়ত্বের জীবন-যাপন করছেন তারা। হতদরিদ্র গরীব অটো, ভ্যান অথবা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করা শীতার্ত এই মানুষ গুলোকে একটু উষ্ণতার ছোঁয়া দিতেই মানবতার যাত্রা ও মানবিক পৃথিবী ফাউন্ডেশন পটুয়াখালী শীত বস্র বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।ইনশাআল্লাহ পুরো জানুয়ারী মাস জুড়ে এ কর্মসূচি চলমান থাকবে।
সার্বিক যোগাযোগ ও ডোনেশনঃ ০১৯১২২৬৩৫৭০