ছারছীনা থেকে মোঃ জাকির হোসেন :
ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়ার দাওরায়ে হাদীস, ইফতা ও তাফসীর জামাতের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার, বাদ জোহর ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হিজবুল্লাহ ছারছীনা শরীফের হযরত পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)
উক্ত অনুষ্ঠানে সবক প্রদান করেন, বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর ও ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়ার রঈস আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (বড় শাহ সাহেব হুজুর),
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. সাইয়্যেদ মোঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়ার সম্মানিত মুহাদ্দিস আলহাজ্ব হযরত মাওলানা শাহ আবু বকর মুহাম্মাদ ছালেহ নেছারুল্লাহ (ছোট শাহ সাহেব হুজুর), ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ ইসলামীয়া ও ছারছীনা দারুস্সুন্নাত জামেয়া-এ নেছারিয়া দীনিয়া এবং হাফেজী মাদ্রাসার সম্মানিত সকল আসাতেজায়ে কেরামসহ ছাত্র ও অন্যান্য মেহমান বৃন্দ।