পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী জেলার পৌর শহরে মানবতার যাত্রার উদ্যোগে ও মানবিক পৃথিবী ফাউন্ডেশন পটুয়াখালীর সার্বিক ব্যবস্থাপনায় আজ শুক্রবার সন্ধ্যায় ভূমি অফিস মাঠ প্রাঙ্গনে গরিব অসহায় খেটে খাওয়া হতদরিদ্র ও বয়স্ক মা বাবাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ধনাঢ্য দানশীল ব্যক্তিবর্গদের এ মানবিক খেদমতে অংশ গ্রহন করার অনুরোধ জানিয়ে পটুয়াখালীর টিম লিডার খন্দকার মুহাম্মদ ত্বহা বলেন দেশের সব জেলাতে শীত জেঁকে বসেছে। বিশেষ করে অটো ভ্যান রিক্সা চালক ও দিন মজুরি খেটে যারা জীবিকা নির্বাহ করছেন সে সকল মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। খুব অসহায়ত্বের জীবন-যাপন করছেন তারা। হতদরিদ্র গরীব খেটে খাওয়া শীতার্ত এই মানুষ গুলোকে একটু উষ্ণতার ছোঁয়া দিতেই মানবতার যাত্রা ও মানবিক পৃথিবী ফাউন্ডেশন পটুয়াখালী এই খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে।
সার্বিক যোগাযোগ ও ডোনেশনঃ ০১৯১২২৬৩৫৭০