পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে Universal Amity Foundation এর এমিটি অক্সিজেন ব্যাংক করোনার সূচনালগ্ন থেকে শুরু করে মহামারীর দুর্দিনে ২৪ ঘন্টা ফ্রি অক্সিজেন সেবা, সচেতনতা বৃদ্ধি কার্যক্রম, জেলার সকল করোনা আক্রান্ত ও শ্বাসকষ্টের রোগীদের নিঃস্বার্থভাবে অক্সিজেন সেবা দিয়ে গিয়েছে।
এরই ধারাবাহিকতায় এখনও চলমান রয়েছে এমিটি অক্সিজেন ব্যাংকের সেবা কার্যক্রম।
আমাদের প্রতিনিধিকে পটুয়াখালীর টিম লিডার খন্দকার মোহাম্মদ ত্বহা জানান এমিটি অক্সিজেন ব্যাংক সকল বয়সের মানুষদেরকে অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে। গতকাল জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজার এলাকার বাসিন্দা শত বছর উর্ধ বয়সের এক বৃদ্ধ মা মোসাম্মৎ সুরাতুন নেছা এজমা জনিত শ্বাস কষ্টে ভোগছিলেন। আমাদের সাথে যোগাযোগ করলে স্বেচ্ছাসেবীরা তার বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়। প্রকাশ থাকে যে এর আগেও একাধিক বার আমরা জেলার বিভিন্ন স্থানে অক্সিজেন সেবা দিয়ে এসেছি।
পটুয়াখালী জেলায় অক্সিজেন সেবা পেতে কল করুন : ০১৭২৬৫১৮৪৪৮, ০১৭৮৮১১৩৮৩০ ও ০১৭১৬৪৭৮৩০২