প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ১০:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২২, ১২:১০ পি.এম
মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে পবিপ্রবি ছাত্রলীগের মাঝে সংঘর্ষ : আহত ১০
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ২০ ডিসেম্বর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণা করার পর পবিপ্রবি ছাত্রলীগের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল শেষে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে অত্র বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে মারধর করলে সে আহত হন। ওই হামলার জের ধরে ২১ ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের প্রথম গেটে পবিপ্রবির ছাত্রলীগ, স্থানীয় পদবঞ্চিত ছাত্রলীগ ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। আহতদের মধ্যে সোহেল রানা, জাহিদ, সানিউল ইসলাম, জয়, মেহেদী, জাহিদ হাসান ও রাফসানকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, আমি শান্তিপূর্ণভাবে বিশ্বিবিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু গতকাল রাতে পদবঞ্চিত ছাত্রলীগের নেতা কর্মীরা বহিরাগতদের নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপর হামলা করলে আমাদের ১০ জন ছাত্রলীগ কর্মী আহত হন।
পবিপ্রবি প্রক্টর সন্তোষ কুমার বসু বলেন, পরিস্থিতি শান্ত রাখতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্খিতভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও স্থানীয় পদবঞ্চিত ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে।
Copyright © 2025 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.