প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২২, ২০২২, ৩:০৪ পি.এম
পটুয়াখালীতে Universal Amity Foundation ও মানবিক পৃথিবী ফাউন্ডেশন এর উদ্যোগে কম্বল বিতরণ
পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে Universal Amity Foundation ও মানবিক পৃথিবী ফাউন্ডেশন পটুয়াখালীর উদ্যোগে এবং কিছু সাদা মনের মানবিক দানশীল বন্ধুদরে আর্থিক সহযোগিতায় গতকাল কম্বল বিতরণ করা হয়েছে । পটুয়াখালী জেলা সদরের লাউকাঠি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের অসহায় হতদরিদ্র অভাবী শীতার্ত জনগোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়েছে । যারা এসকল কম্বল পেয়েছেন তাঁরা অন্যের বাড়িতে দৈনিক ভিত্তিতে অথবা ফসলী জমিতে টুকটাক কাজ করে সংসার চালায় । তাই তাদের কাছে ভালো একটা গরম কাপড় ক্রয় করা বিলাসিতা মাত্র । খেটে খাওয়া অসহায় জনগোষ্ঠীর কাছে তাদের কাঙ্ক্ষিত উপহার পৌঁছে দেয়া হয়েছে । কম্বল পেয়ে তারা সকলে খুব উচ্ছসিত ও আনন্দিত।।সমাজের সকল বিত্ত বানদের এই মানবিক কার্যক্রমে আংশ গ্রহন করার উদাত্ত আহ্বান জানিয়ে পটুয়াখালীর টিম লিডার খন্দকার মুহাম্মদ ত্বহা আমাদের জেলা প্রতিনিধিকে জানিয়েছেন পুরো ডিসেম্বর মাস জুড়ে শীত উপকরণ বিতরণ কর্মসূচি চালমান থাকবে ইনশাআল্লাহ।
যোগাযোগ ও ডোনেশনঃ 01912263570 ( বিকাশ ব্যক্তিগত)
Copyright © 2025 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.