স্টাফ রিপোর্টার :
হযরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছার উদ্দিন আহমদ হুসাইন বলেন- বর্তমান সরকার ইসলাম ও মুসলমানদের স্বার্থে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, যথা- ইসলামি আরবি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা, কওমী মাদরাসার দাওরায়ে হাদিস সনদকে মাষ্টার্সের মান প্রদান, মাদরাসা শিক্ষকদের চাকুরী ও বেতন বৈষম্য দূরীকরণ অন্যতম। ইতোপূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারও ইসলামের জন্য অনেক খেদমত করেছিলেন, মাদরাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা, তাবলীগ জামাতের জন্য টঙ্গীর ময়াদান বরাদ্দ দেয়া, মদ-জুয়া নিষিদ্ধকরণ অন্যতম। তাদের এ অবদান ম্লান করার জন্য একটি কুচক্রি মহল ইসলাম বিরোধী কারিকুলামকে দেশবাসীর উপর চাপিয়ে দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে লিপ্ত আছে। আমরা পূর্ব হতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়ে অত্র কারিকুলামের আলোকে রচিত বইগুলি সংশোধনের প্রস্তাব করছি। আশাকরি সরকারের বোধদয় হবে।