স্টাফ রিপোর্টার :
আওয়ামীলীগ সরকার ইসলাম বান্ধব সরকার, বঙ্গবন্ধু দেশে ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে মডেল মসজিদ নির্মাণ করে পৃথিবী ব্যাপী অনান্য ভুমিকা রেখেছে। সৌদি সরকার ইজরায়েল সাথে সমন্বয় করে চললেও শেখ হাসিনা সরকার ইজরায়েলের ইয়াহুদীদের সাথে আঁতাত করে নি। তিনি আরো বলেন পৃথিবীর সবাই ইয়াহুদীদের সাথে গেলেও মুসলিম উম্মাহর বিরোধীদের সঙ্গে কখনো আ.লীগ সরকার আপস করবে না।
আজ বৃহস্পতিবার শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩২ তম ইসালে সওয়াব মাহফিলের আখেরি মোনাজাতের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম একথা বলেন।
তিনি আরও বলেন- লক্ষ লক্ষ লোকের এ মিলন মেলায় পানি ও সেনিটেশন এর প্রকট সমস্যা আছে। ইতোমধ্যেই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকল্প পাশ হয়েছে। যা বাস্তবায়ন হলে আপনাদের পানি ও সেনিটেশনের দুর্ভোগ লাঘব হবে ইনশা আল্লাহ।