জয়পুরহাট প্রতিনিধি :
সমৃদ্ধি কর্মসূচির স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রমের আওতায় জেলার আয়মারসুলপুরে আজ মঙ্গলবার আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্পে আড়াই’শ রোগীকে চক্ষু রোগ বিষয়ে স্বাস্থ্যসেবা প্রদান ও ৪০ জনকে চোখের ছানি অপারেশন সুবিধা প্রদান করা হয়।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ’জাকস ফাউন্ডেশন’ ওই ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করে। ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন আয়মারসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন। জাকস ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক মো: আবুল বাশার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকস ফাউন্ডেশনের পরিচালক (কর্মসূিচ) মো: রফিকুল ইসলাম বাদশা, উপ পরিচালক (অডিট) মো: আফতাব আলী ও সমৃদ্ধি কর্মসূচির আয়মারসুলপুর ইউনিয়ন সমন্বয়কারী গঙ্গেশ চন্দ্র রায় প্রমূখ । একজন এমবিবিএস (চক্ষু) চিকিৎসক সার্বক্ষণিক ভাবে ইউনিয়নের বিভিন্ন স্থানে গিয়ে চোখের চিকিৎসাসেবা প্রদান করে থাকেন বলে জানান, জাকস ফাউন্ডেশনের উপ নির্বাহী পরিচালক মো: আবুল বাশার।