লালপুর (নাটোর) প্রতিনিধি :
জেলার লালপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর উপজেলার ডেবরপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাটোরের লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৫০), শহিদুল ইসলামের ছেলে সোহাগ (২৯) এবং সোহাগের ছেলে ইভান (৫)। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে-নাতি।
লালপুর থানার ওসি মো. মনোয়ারুজ্জামান জানান, নাটোর থেকে ছেড়ে আসা জিএম পরিবহন নামে যাত্রীবাহী বাস গোপালপুর-লালপুর সড়কের ডেবরপাড়াতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী সোহাগ ও ইভানের মৃত্যু হয়। আহত অবস্থায় মোটর সাইকেলের অপর আরোহী শহিদুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।