দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকিতে লাগেজভর্তি ৬ কেজি গাঁজাসহ মো. সাইফুল ইসলাম (২৮) ও মো. জহিরুল ইসলামকে (২২) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার ভোর সাড়ে ৬টায় উপজেলার চরগরবদী লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক সাইফুল উপজেলার জলিশা গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে এবং জহিরুল উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার আব্দুর রশিদ খানের ছেলে।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর একেএম আজমুল হুদা বরিশালটাইমসকে জানান, ঢাকা থেকে লঞ্চযোগে একটি মাদকের চালান দুমকিতে আসছে এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম দুমকি উপজেলার চরগরবদী লঞ্চঘাটে অভিযান পরিচালনা করেন। পরে একপর্যায়ে তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতদের বিরুদ্ধে দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।