গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরণের পথে অনেক দূর এগিয়েছে। এই অগ্রযাত্রাকে ব্যাহত করতে দিনরাত ষড়যন্ত্র করছে বিএনপি। এক বছর পর নির্বাচন হবে। আমরা বিএনপির হাতে দেশ তুলে দিতে পারি না। বিএনপি ক্ষমতায় এলে জনগণের পিঠের চামড়া তুলবে। আওয়ামী লীগ নেতা–কর্মীরাও কেউ রেহাই পাবে না।’
আজ মঙ্গলবার গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘মানুষ বিএনপির ইতিহাস ভুলে গেছে। মানুষ বিএনপির দুঃশাসন আর অত্যাচারের দিনলিপি ভুলে গেছে। অথচ শেখ হাসিনার সরকার সেই দুঃশাসনের প্রতিশোধ নেয়নি। সরকার এক কোটি মানুষকে ফ্যামিলি কার্ড, ৫০ লাখ মানুষকে কমমূল্যে চাল দিচ্ছে। সরকার বিদ্যুৎ, সার নিশ্চিত করেছে কৃষকের স্বার্থে। মানুষকে বিএনপির দুঃশাসনের কথা মনে করিয়ে দিতে হবে। জানাতে হবে সরকারের সাফল্য।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘উনি বলেছেন ডিসেম্বরে আওয়ামী লীগ সরকারের পতন হলে তাদের পলাতক নেতা তারেকের নামে জাতীয় সরকার হবে। তার মানে হাওয়া ভবনের চোরের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে চায়।’
সরকারের তিন মেয়াদে দেশের অর্থনৈতিক উন্নয়নের জনগণের জীবনযাত্রায় অভাবনীয় পরিবর্তন এসেছে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘এখন ভিখারি পাওয়া যায় না। পেলেও ভিখারিরা দুই টাকা পাঁচ টাকা দিলে গালি দেয়। এটাই বাস্তবতা। এটাই বাংলাদেশ। এখন আকাশ থেকে কুঁড়েঘর আর খালি পায়ে মানুষ দেখা যায় না। কুড়ে ঘর এখন জায়গা পেয়েছে কবিতায়, বাস্তবে নাই। মানুষ এখন তালি দিয়ে লুঙ্গি প্যান্ট পরে না। কেউ যদি পরে তবে মানুষ ভাবে সে মারফতি লাইনে চলে গেছে। এটিই বদলে যাওয়া বাংলাদেশ।’
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।
সম্মেলনে আগামী তিন বছরের জন্য অ্যাড. আনিসুর রহমানকে সভাপতি ও আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।