বগুড়া প্রতিনিধি :
বগুড়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, বাংলা একাডেমির সমন্বয়ে ও সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ জেলা সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে।
বগুড়া জিলা স্কুল মাঠে সকাল ১০টায় জেলা সাহিত্য মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আহমেদ শিবলী, জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কবি ও লেখক বজলুল করিম বাহার।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. এ কে এম কুতুবউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেনে বগুড়ার অতিরিক্ত জেলা (সার্বিক) মাসুম আলী বেগ।
জেলা সাহিত্য মেলার উদ্বোধনের পর বেলা ১১টায় অতিথিদের প্রবন্ধ পাঠ ও আলোচনা ও দুপুর আড়াইটায় লেখক কর্মশালা, বিকেল ৫টায় স্বরচিত কবিতা, ছড়া, গল্প ও নাটক পাঠ।
শেষে রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শেষ হবে।