
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যোর আলোকে সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫নভেম্বর) সকাল ১০টায় গলাচিপা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ষ্টেশন এর আয়োজনে সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত হয়েছে।
অনুষ্ঠানে গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. কামাল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা ফায়ার সার্ভিস লিডার মনিরুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শোনিত কুমার গায়েন, প্রেস ক্লাব সভাপতি ও কলামিষ্ট মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ।
এছাড়াও গণমাধ্যমকর্মী পলাশ হাওলাদার, মো. মাজহারুল ইসলাম মলি, উজ্জল মিয়া, মো. ঈমন মিয়াসহ উপজেলা ফায়ার সার্ভিস এর সকল সদস্য, ব্যবসায়ী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার ২০২০ সালে গলাচিপায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবন সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।
দেশের জন-জীবনের, অগ্নি নির্বাপনে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভিন্ন প্রকার ঝুঁকি নিয়ে জান মাল, সম্পদ রক্ষার্থে কাজ করে যাচ্ছে।