এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে সিরাজগঞ্জ সদর থানা, বেলকুচি ও টাঙ্গাইল থানা এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে লুট করা ১ হাজার ২৪৪ কেজি লোহার রড ও ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জে ইকোনমিক জোনের তিন সদস্যকে মারধর করে মালামাল লুটের ঘটনায় দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী।
গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড়শিমুল পঞ্চসোনা গ্রামের বাছেত আকন্দের ছেলে আমিরুল ইসলাম (৩০) এবং একই গ্রামের হজরত আলীর ছেলে আব্দুল্লাহ (৩৫)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতরা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁরা দেশের বিভিন্ন স্থানে হওয়া ডাকাতির সঙ্গে জড়িত। গত ১ নভেম্বর রাতে সিরাজগঞ্জ ইকোনমিক জোনের পিডিএল বেজ ক্যাম্পের তিন সদস্যকে মারধর করে মোবাইল ফোন, লোহার রড, জিআই তার, ব্যাটারি, পাম্প, সিমেন্ট, ইলেকট্রিক ক্যাবল, টুলবক্স, পাইপ, ডিজেলসহ প্রায় ৮ লাখ ৭৬ হাজার ১০৫ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন পিডিএলের ম্যানেজার শফিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।