টাঙ্গাইল প্রতিনিধি :
মির্জা ফখরুল দুবাইয়ের টাকার ওপর বসে আছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘বরিশালে নাকি ঢল হয়েছে। মির্জা ফখরুল রংপুরে এক বস্তা টাকা শেষ করেছেন। দুবাইয়ের টাকা উড়েছিল বরিশালেও। আন্দোলন কত প্রকার কী কী বিএনপিকে বুঝিয়ে দেওয়া হবে। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় খেলা হবে। শেখ হাসিনার ডাক দিলে ঢাকার অলিগলি আওয়ামী লীগের নেতা-কর্মীতে ভরে যাবে। বাইরের লোক দরকার হবে না। পালাবার দল আওয়ামী লীগ না। পালাবার দল বিএনপি। এবার কোথায় পালাবেন?’
সম্মেলনের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুককে পুনরায় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান, আব্দুর রহমান, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শিক্ষা ও মানব সম্পাদক বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ, ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকন, কেন্দ্রীয় নেতা আব্দুল আউয়াল শামীম, আতাউর রহমান খান, মো. ছানোয়ার হোসেনসহ জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যেরা।