মালয়েশিয়ায় স্বর্ণ পদক পেলেন বাংলাদেশি প্রবাসি গবেষক ড. লায়লা নাহার। গ্রিন টেকনোলজির ব্যবহার করে স্বাস্থ্যকর মাশরুম ক্র্যাকারর্স উদ্ভাবনে মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয় থেকে লায়লা নাহারকে এই স্বর্ণপদক দেওয়া হয়েছে।
গত ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর দেশটির উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলানতানে (ইউএমকে) শুরু হয় আন্তর্জাতিক সম্মেলন। এ সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারিদের মাঝে মন্ত্রণালয় পদক প্রদান করেছে।
গত ৩ নভেম্বর সম্মেলনের শেষদিন ড. লায়লা নাহারসহ ইউএমকে বিশ্ববিদ্যালয়ের ৮ জনকে স্বর্ণপদক প্রদান করা হয়। স্বর্ণপদক প্রদানের সময় উপস্থিত ছিলেন, ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলানতানের উপ-উপাচার্য অধ্যাপক ড. রাজলি বিন চী রাজাক, মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব দাতুক ড. মোহাম্মদ জাবরি বিন ইউসুফ, ডাইরেক্টর অফ রিসার্চ এন্ড ইনোভেশনের অধ্যাপক ড. আহমাদ জাইদ বিন সোলাইমান, ইউএমকের ডাইরেক্টর অফ আইসিডির ড. জুলি বিনতে মোহাম্মাদ।