ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের ইসলামপুরে ১৫ জন এইচএসসি পরীক্ষার্থী তাদের প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেনি। উপজেলার শিমলতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী লাইব্রেরিয়ান মুর্শেদা আক্তারের দায়িত্বে অবহেলার কারণে তারা পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। পরে ওই কলেজের অধ্যক্ষ কারিগরি শিক্ষা বোর্ডে যোগাযোগ করে পরীক্ষার্থীদের প্রবেশপত্রের ব্যবস্থা করে দেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মুর্শেদা আক্তারের কাছে এইচএসসি প্রথম বর্ষের মতো দ্বিতীয় বর্ষের ফাইনাল এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা জমা দেয়। ১৫ জন পরীক্ষার্থী তার কাছে ৪ থেকে ৫ হাজার টাকা করে জমা দেয়। কিন্তু মুর্শেদা শিক্ষার্থীদের টাকা কলেজে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। তিনি আর শিক্ষার্থীদের ফরম পূরণের ব্যবস্থা করেননি বলে প্রবেশপত্রও আসেনি।
তিনি বলেন, ‘পরীক্ষার আগের দিন দুপুরে বিষয়টি জানার পর কারিগরি শিক্ষা বোর্ডে যোগাযোগ করেছি। তাদের পরীক্ষার প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে, রবিবারের প্রথম পরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থী অংশ নিতে না পারলেও পরের পরীক্ষায় তারা অংশ নিতে পারবে।’
ওই ১৫ শিক্ষার্থী জানায়, পরীক্ষার আগের দিন শনিবার কলেজে পরীক্ষার প্রবেশপত্র নিতে গেলে ওই লাইব্রেরিয়ান প্রবেশপত্র না দিয়ে টালবাহানা শুরু করেন। এরপর কলেজ ছেড়ে পালিয়ে যায়। এতে পরীক্ষার্থীরা বিপাকে পড়ে বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানায়। প্রবেশপত্র না থাকায় রবিবার থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় তারা অংশ নিতে পারেনি।
শিমলতলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ১১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।