ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের ভান্ডারিয়ায় মা শিউলি বেগমের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন মেয়ে শারমিন আক্তার।রোববার (৬ নভেম্বর) মাজিদা বেগম মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।
শারমিন আক্তার উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পৈকখালী গ্রামের ফারুক ফকিরের মেয়ে। তিনি ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
শারমিনের চাচা আ. মালেক ফকির বলেন, দীর্ঘদিন লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিলেন শারমিনের মা শিউলি বেগম। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকাল ১০টায় শিউলি বেগমের মরদেহ বাড়িতে আনা হয়। মায়ের মৃতদেহ বাড়িতে রেখেই মাজিদা বেগম মহিলা কলেজ এইচএসসি পরীক্ষা দিতে যান শারমিন।
ভান্ডারিয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম জানান, ঘটনাটি আসলেই দুঃখ জনক। সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় শারমিন পরীক্ষা দেন। ওই শিক্ষার্থীর মায়ের মৃত্যুতে আমরা সবাই শোকাহত।