আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করে দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার বহু চেষ্টা করেছে। খালেদা জিয়াও একই অপচেষ্টায় লিপ্ত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছিল।
শনিবার গাজীপুর মহানগরের গাছা থানা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, এখন আবার সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করে মাঠে নেমেছে বিএনপি। তাঁর অভিযোগ, রাজাকার-আলবদরের সন্তানরা এখন বিএনপির নেতৃত্ব দিচ্ছে।
তিনি আরও বলেন, খুনি জিয়া ১৩০০ সেনা অফিসারকে ফাঁসিতে ঝুলিয়ে এবং ফায়ারিং স্কোয়াডে হত্যা করেছিল। কারণ তাঁরা ছিলেন মুক্তিযোদ্ধা। জিয়ার কাছে সবচেয়ে উপেক্ষিত ছিলেন মুক্তিযোদ্ধারা। জিয়ার সময়ে সরকারি অফিসে মুক্তিযোদ্ধারা গেলে বের করে দেওয়া হতো।