রোববার (৬ নভেম্বর) সকালে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন নিহতের চাচা মো. আজগর।
গ্রেপ্তার কাজল উপজেলার জাঙ্গালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি ওয়ার্কশপ শ্রমিকের কাজ করতেন।
কালীগঞ্জ থানার এসআই মো. শামীম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শনিবার রাত সাড়ে ৯টার দিকে রান্নাঘরে যান কাজলের স্ত্রী। ওই সময় বাড়ি ফিরে শিশু সোলাইমানকে ঘুমিয়ে থাকতে দেখেন কাজল। পরে ব্লেড দিয়ে সোলাইমানের গলা কেটে দরজা বন্ধ করে ঘরে অবস্থান করেন তিনি। কিছুক্ষণ পর তার স্ত্রী এসে ঘরের দরজা বন্ধ পেয়ে ধাক্কাধাক্কি করলেও খোলেননি কাজল। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে সোলাইমানকে গলাকাটা অবস্থায় দেখতে পান। পাশে ছিল ব্লেড। পরে সোলাইমানের মায়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কাজলকে আটক করে পুলিশে খবর দেয। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার ও কাজলকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।’
তিনি আরো জানান, ‘এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। সেই মামলায় সোলাইমানকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’