সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবসে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদরে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা সদরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্র বের করে বিভিন্ন ইউনয়ন থেকে আসা সমবায়ীরা।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার উজ জামান, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, অফিসার ইন চার্জ খালেদ চৌধুরী, সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদ, মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ হাসান কবির প্রমুখ।