নড়াইল প্রতিনিধি :
‘‘বঙ্গবন্ধুর দর্শন,সমবায় উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালী, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।সমবায় র্যালীতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,জেলা সমবায় অফিসার মো: আসলাম আলী, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ইসমত আরা,সমবায় সমিতির সদস্যগণ অংশ গ্রহণ করেন।বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমবায় অফিসার মো: আসলাম আলীর সভাপতিত্বে দিবসের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।