সংসদ প্রতিবেদক :
জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকুর বাসভবনে গতকাল মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতার অবর্তমানে এই চার নেতা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।
জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ স ম ফিরোজ, সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন, মোঃ আক্তারুজ্জামান, নুরুজ্জামান বিশ্বাস, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও নাদিরা ইয়াসমিন জলি মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
মিলাদে জাতীয় চার নেতার অবদানকে স্মরণ করে ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তানের কারাগারে ছিলেন, বঙ্গবন্ধুর নির্দেশনায় এই চার নেতা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অনন্য ভূমিকা পালন করেছেন। তাদের অসাধারণ নেতৃত্ব না থাকলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়তো আরও দীর্ঘ হতো। আরও অনেক বীর মুক্তিযোদ্ধাকে জীবন দিতে হতো।
তিনি আরও বলেন, জাতির পিতাকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যার পর একই বছরের ৩ নভেম্বর জাতীয় ৪ নেতাকে হত্যার মাধ্যমে পাকিস্তানি হানাদারের বংশধররা প্রমাণ করে যে এই হত্যাকান্ড আসলে কোন পরিবারের বিরুদ্ধে নয়, এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। এরা আসলে বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি।
দোয়া মাহফিলে সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।