ইসলামি প্রতিবেদক :
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামি বইমেলা ২০২২, বিআইআইটি কর্তৃক সাম্প্রতিক প্রকাশিত বইয়ের পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন।
আজ বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্তরে অনুষ্ঠিত হয়ে গেল বই পরিচিতি অনুষ্ঠান। সম্মানিত অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাইখ ড. মোঃ মতিউল ইসলাম, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির শাইখ গাজী মুহাম্মদ আবুল কাসেম, বিআইআইটির পরিচালক মোঃ সোলাইমান মিয়া। প্রোগ্রামটি পরিচালনা করেন বিআইআইটির রিসার্চ ফেলো ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক ড. এম. ইবরাহীম খলিল আনোয়ারী। বাদ আছর শুরু হওয়া অনুষ্ঠানে অসংখ্য মুসুল্লি, বইপ্রেমী দর্শনার্থী, সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন ও ৪০ নম্বর স্টল “বিআইআইটি পাবলিকেশন’ ভিজিট করেন।