স্টাফ রিপোর্টার :
বরিশালে বিএনপির সমাবেশে যোগ দিতে যাওয়া নেতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে শনিবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এতে নেতৃত্ব দেন।
বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল হয়ে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়।
বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, তরিকুল ইসলাম তেনজিং, আব্দুর রহিম, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, এনামুল হক, মেহেবুব মাসুম শান্ত, স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল আহসান, শফিউদ্দিন উদ্দিন সেন্টু, ডা. জাহিদ হোসেন অন্য অনেক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা বরিশালে বিএনপির গাড়িবহরে হামলা করেছে। বিএনপির সমাবেশ বানচাল করতে এ হামলা করা হয়েছে। নানা কর্মকাণ্ড করে তারা জনগণের স্রোত ঠেকাতে না পেরে এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
‘হামলা-মামলা করে বিএনপি তথা জনস্রোত ঠেকানো যাবে না। সব বাধা জয় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে দেশবাসী ঐক্যবদ্ধ। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।’