ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে পালন করা হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসিমউদদীন হলে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে কবি জসীমউদদীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তাসলিমা আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, মহিলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, আঞ্চলিক সমবায় শিক্ষায়তনের অধ্যাক্ষ (উপনিবন্ধক) খোন্দকার হুমায়ুন কবির ও ফরিদপুর কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ওমর আলী খান।